নামের মিলের সাথে সাথে এটাও সত্যি যে, দুটো ল্যাঙ্গুয়েজের-ই সিনট্যাক্স সি এর মত। আসলে, জাভা-র সিনট্যাক্স এবং স্ট্যান্ডার্ড লাইব্রেরী গুলোর কথা মাথায় রেখেই জাভাস্ক্রিপ্ট ডিজাইন করা হয়েছে। অর্থাৎ, জাভার প্রায় সব গুলো কি-ওয়ার্ড মুল জাভাস্ক্রিপ্টেও রিজার্ভড। আবার জাভাস্ক্রিপ্ট এর স্ট্যান্ডার্ড লাইব্রেরী গুলো জাভার নেমিং কনভেনশন ফলো করে। আরও কিছু মিল যেমন, জাভা ১.০ এর ক্লাসের উপর ভিত্তি করেই জাভাস্ক্রিপ্টের ডেট এবং ম্যাথ অবজেক্ট তৈরি। এমনকি, জাভা এবং জাভস্ক্রিপ্ট দুটোই ২৩ মে ১৯৯৫ -এ প্রকাশিত। কিন্তু মিলের ব্যপারটা এখান পর্যন্তই।